কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেছেন, অনির্বাচিত সরকারের আমন্ত্রণে বাংলাদেশে আসবেন না। চলমান সহিংসতার মধ্যে দেশে এলে মালা নয়, জ্বালা পাবেন।
বুধবার মতিঝিলে তার দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচির ৩৬তম দিনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘কঠোর নিরাপত্তার মধ্যেও অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা কোথায়? আমি তার নিরাপত্তা নিয়েও সংশয় প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে এই সরকার ক্ষমতায় এসেছে।’
চলমান সংকট সমাধানে তিনি দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘এই সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে তা সরকার পতনকে আরো ত্বরান্বিত করবে।’
সংবাদ সম্মেলনে তার স্ত্রী ও দলের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী উপস্থিত ছিলেন।

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি