“আপনার পিতা কী পাকিস্তানীদের সঙ্গে আলোচনায় বসেননি। আপনি এত সহজে সবকিছু ভুলে গেলেন।” মন্তব্য করে একাত্তরের পাকিস্তানী বাহিনীর সঙ্গে বর্তমানে আন্দোলনের মধ্যে থাকা বিএনপি জোটকে তুলনায় এনে বি. চৌধুরী বললেন, “আলাপ তো আপনাকে এক দিন করতেই হবে। কথা বলা ছাড়া সংকটের কোনো সমাধান অতীতে হয়নি, এবারও হবে না।”
মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ের সামনে দলটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বদরুদ্দোজা চৌধুরী এ সব কথা বলেন।
সাবেক এ রাষ্ট্রপতি বলেন, “দেশ আজ মহাসংকটে, প্রায় গৃহযুদ্ধের কাছাকাছি। সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভয় পাই, গৃহযুদ্ধ হলে কই যাব? শিক্ষা তো গোল্লায় গেছে। তাই আলোচনার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলে, “আজ দেশবাসীর প্রয়োজন চিন্তা করে আলোচনা না বসে বিদেশীদের চাপে সেটি করলে জাতি লজ্জিত হবে।”
‘প্রধানমন্ত্রী ভাল ভায়োলিন বাজাতে পারেন’ মন্তব্য করে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, “বাংলাদেশ পুড়ছে আর প্রধানমন্ত্রী ভায়োলিন বাজাচ্ছেন। দেশ জ্বলবে আর আপনারা ভায়োলিন বাজাবেন- এটা তো হবে না। দেশ ও জনগণের এ সংকটকালে নিরোর মতো বাঁশি বাজালে চলবে না।”
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরউল্লাহ চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, যুব নেতা হাবিব উন নবী সোহেল প্রমুখ।

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি