গত ৫ জানুয়ারি থেকে চলা অবরোধের মধ্যে গাড়ি পোড়ানো এবং পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগ ও গাড়ী চালকদের পুড়িয়ে মারার প্রতিবাদে ‘বাংলাদেশের সর্বস্তরের নিরীহ গাড়ি চালক’ এর ব্যানারে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের পাশে বিরতিহীন অবস্থান কর্মসূচি শুরু করেছে পরিবহন চালকরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাথায় কাফনের কাপড় পরে গাড়ির চালকরা অবস্থান নেয় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের পাশে গুলশান-২ চত্বরের উত্তর দিকের রাস্তায়।
দিনভর তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে হরতাল, অবরোধ, অগ্নিসংযোগ ও পুড়িয়ে মারার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। শ্লোগানের সাথে চলে গনসঙ্গীত। আর সবার হাতেই রয়েছে হরতাল অবরোধ বন্ধের দাবিতে লেখা রঙ বেরঙের প্ল্যাকার্ড।
কর্মসূচীতে নিউজ৪১’র কথা হলো এক কারচালকের সঙ্গে। দুলাল নামে ওই চালক জানায়,”আমাদের জীবন ও জীবিকার নিরাপত্তার দাবিতে এখানে জড়ো হয়েছি। আমরা দল মত নির্বিশেষে সারা বাংলাদেশ থেকে সকলশ্রেণীর চালকরা এখানে যোগ দিয়েছি এবং হরতাল, অবরোধ, অগ্নিসংযোগ বন্ধ না হলে আমৃত্যু এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করব।”
রাস্তার উপরে চাটাই বিছিয়ে কেউ শুয়ে আছেন, কেউবা শ্লগানে কণ্ঠ মেলাচ্ছেন, কেউবা কাল সকালে পরিবারের মুখে খাবার উথবে কি না সেই চিন্তায় মগ্ন হয়ে আছেন।
কর্মসূচীতে অংশ নেয়া চালকরা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচী চালিয়ে যেতে তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোন মুল্যে সেটাকে শান্তিপূর্ণ রাখতে চান তারা।
তবে কর্মসূচির পাশে দায়িত্বরত পুলিশ সদস্যদের কেউ এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি।

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি