বনানী কবরস্থানে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কোকোর দাফনের পর এই প্রথম আজ সোমবার বিকেল ৫টা ৪৮ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে যান তিনি।
এর আগে বিকেল ৫টা ৩৯ মিনিটে গুলশানের বাসভবন থেকে যাত্রা করেন খালেদা জিয়া। তবে আগে থেকেই নেতা-কর্মীরা বনানী কবরস্থানে ভিড় করেন।খালেদা সেখানে পৌঁছানোর পর নেতা-কর্মীদের হট্টগোলের কারণে কমপক্ষে সাত মিনিট তাকে গাড়িতেই বসে থাকতে হয়। এরপর ধীরে ধীরে ছেলের কবরের দিকে যান তিনি। এ সময় তাকে বারবার চোখ মুছতে দেখা যায়।
কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা ও দুরুদ পাঠ করে মোনাজাত করেন তিনি। এ সময় সঙ্গে থাকা নেতা-কর্মীরা ও পরিবারের সদস্যরাও হাত তোলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুব হোসেনসহ সিনিয়র নেতারা এ সময় খালেদা জিয়ার সাথে ছিলেন।
প্রসঙ্গত, দীর্ঘ ৯২ দিন রাজনৈতিক কার্যালয়ে অবস্থানের পর রোববার বাসায় ফিরেছেন খালেদা জিয়া। এই দিন দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়ে বাসায় ফেরেন তিনি।
গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।
গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় বনানী কবরস্থানের ‘বি’ ব্লকের ১৮ নম্বর লেনের ১৮৩৮/১৪৭ নম্বর কবরে আরাফাত রহমানকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি