আগামী ৫ ও ৬ নভেম্বরে অনুষ্ঠিতব্য জেএসসি ও জেডিসি দু’টি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
শিক্ষামন্ত্রনালয়ের এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয় ,অনিবার্য কারনে জেএসসি ও জেডিসি পরীক্ষা ২০১৪এর ৫ ও ৬ নভেম্বরে ঘোষিত পরীক্ষা দু’টি আগামী ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় শিক্ষাসচিব মো: নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর দিলারা হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিঞ্জপ্তিতে বলা হয় , ৫ নভেম্বরে অনুষ্ঠিতব্য জেএসসি’র ইংরেজি ১ম পত্র আগামী ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে এবং ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ইংরেজি ২য় পত্র আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।
৫ নভেম্বরে অনুষ্ঠিতব্য জেডিসি’র আরবি ১ম পত্র আগামী ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে এবং ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য আরবি ২য় পত্র আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।

স্কুলগুলোর ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ
নতুন নিয়মে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
দেশে রোবোটিক্স ইন্সটিটিউট করছে সরকার
পরীক্ষার্থীদের অভয় শিক্ষামন্ত্রীর
উপস্থিতির তথ্য ক্লাস শুরুর ১ ঘণ্টার মধ্যে ওয়েবসাইটে
‘কোনো দ্বিধা নয়’
সিটি নির্বাচনে স্থগিত ২৬ থেকে ২৮ এপ্রিলের পরীক্ষা
‘অপরাজেয় বাংলা’য় ককটেল
বুধবারের পরীক্ষা স্থগিত-