
আগামী ৫ ও ৬ নভেম্বর জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, এভাবে ঘন ঘন হরতাল কর্মসূচির কারণে দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও অসন্তোষ প্রকাশ করেছে এফবিসিসিআই।
সংগঠনটির মতে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গত বছরে ঘটে যাওয়া ধবংসাত্মক রাজনৈতিক কর্মসূচির কারণে জাতীয় অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছিল তা সকলের ঐকান্তিক প্রচেষ্টায় কাটিয়ে উঠছে এবং অর্থনীতিক সকল সূচকে ইতিবাচক দিক পরীক্ষিত হচ্ছে। সে মুহূর্তে আবারও লাগাতার হরতাল কর্মসূচি অর্থনীতির অগ্রযাত্রাকে ভীষণভাবে ব্যাহত করবে।
হরতালের মতো ধবংসাত্মক কর্মসূচি দেশের অর্থনীতিকে চরম বিপর্যয় এবং এক অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে। হরতালের নামে দেশে অরাজকতা সৃষ্টি ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
এফবিসিসিআই বলছে, চলমান হরতাল কমসূচির কারণে জাতীয় অর্থনীতির পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশুনা ও শিক্ষাব্যবস্থাতেও নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে জেএসসি ও জেডিসি সহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসূচি বিপর্যয়ের মুখে পড়েছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
নভোএয়ারে ২,৯৯৯ টাকায় রাজশাহীতে
ভ্রমণে গণমাধ্যমকর্মী ও সশস্ত্র বাহিনীর সদস্যদের ছাড় ইউনাইটেড এয়ারওয়েজে
দেশব্যাপী শিল্প ছড়াতে হবে: মতলুব
বাংলাদেশে গো-মাংস বন্ধের ‘মাশুল’ ৩৯ হাজার কোটি টাকা
মঞ্জুর হোসেনকে রূপালী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ
৫০০ কোটি টাকার সোনা উদ্ধার
পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড
বাণিজ্য মেলায় ৯৫ কোটি টাকার রপ্তানি আদেশ