এবার রাজশাহী রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আগামী ১ এপ্রিল থেকে প্রতিদিন রাজশাহী রুটে যাত্রী পরিবহন শুরু করবে নভোএয়ার।
ফ্লাইটটি ঢাকা থেকে সকাল সাড়ে ১০টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রাজশাহী থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
রাজশাহী রুটের সর্বনিম্ন ভাড়া (একমুখী) নির্ধারণ করা হয়েছে ২,৯৯৯ টাকা। এছাড়া গ্রীষ্মকালীন শিডিউলে চট্টগ্রাম, কক্সবাজার ও সৈয়দপুর রুটে একটি করে ফ্লাইট যুক্ত হচ্ছে।
নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রী চাহিদার কারণে নভোএয়ার গ্রীষ্মকালীন শিডিউলে ১ এপ্রিল থেকে প্রতিদিন চট্টগ্রাম রুটে ছয়টি, কক্সবাজার রুটে চারটি ও সৈয়দপুর রুটে চারটি করে ফ্লাইট পরিচালনা করবে।
এসব রুট ছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে সিলেট রুটে একটি, যশোরে তিনটি এবং কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে।
বিস্তারিত তথ্যের জন্য ১৩৬০৩ অথবা flynovoair.com ওয়েবসাইট ভিজিট করার জন্য বলা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি