রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে স্বামী পাইলট আবিদ সুলতানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে তার স্ত্রী আফসানা খানমকে, যিনি আজ সকালে মারা গেছেন।
শুক্রবার বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন আফসানার ফুফাতো ভাই শাহিনুল ইসলাম শাহিন।
শাহিন জানান, বাদ আসর উত্তরার ১২নম্বর সেক্টর পার্কের পাশের মসজিদে আফসানার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী সামরিক কবরস্থানে স্বামী আবিদের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
এর আগে শুক্রবার সকাল সাড়ে নয়টায় আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আফসানা খানম।
গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তে স্বামীর মৃত্যুর খবর শোনার পর ভেঙে পড়েন আফসানা। গত রবিবার ব্রেইন স্ট্রোক করলে তাকে দ্রুত নেয়া হয় উত্তরার একটি হাসপাতালে। অবস্থার অবনতি হলে সেদিনই তাকে নেয়া হয় আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে। সেদিনই তার একটি অস্ত্রোপচার হয়।
পরদিন সোমবার আবারও স্ট্রোক করলে দ্বিতীয় দফায় তার অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল আফসানাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে না ফেরার দেশে চলে যান আফসানা খানম।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ