বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ে লোকসভায় সীমান্ত চুক্তি বিল পাস হওয়ার খবর জানিয়ে শেখ হাসিনাকে টেলিফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনের খবর জানিয়ে করা এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।
টুইটে নরেন্দ্র মোদি লেখেন, “বাংলাদেশ প্রধানমন্ত্রী শেথ হাসিনার সঙ্গে কথা হল। ঐতিহাসিক এই ঘটনায় বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা জানিয়েছি।”
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের রাজ্যসভায় সর্বসম্মতভাবে ১১৯তম সংবিধান সংশোধনী বিল পাসকে সরকারের ব্যাপক কূটনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি এই প্রক্রিয়ায় সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
ছিটমহল বিনিময় বিল পাস হওয়ার পর নিজস্ব টুইটার এ্যাকাউন্টে পৃথক পৃথক টুইটে সোনিয়া গান্ধীসহ ভারতের অন্যান্য নেতাদেরও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মোদি।
উল্লেখ্য, ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে এই বিল পাসের ফলে বাংলাদেশ ও ভারত- এই দুই প্রতিবেশী দেশের মধ্যে কয়েক দশকের সীমান্ত বিরোধ নিষ্পত্তির পথ সুগম হল। ইন্দিরা-মুজিব চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারত উভয় দেশের সীমান্তে ভূমি ও নাগরিক কেন্দ্রিক দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির এই স্থল সীমান্ত বিল রাজ্যসভায় উত্থাপন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ