মাগুরা-১ আসনে আসন্ন উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ ও সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শিখর।
মাগুরা-১ আসনের উপনির্বাচনে লড়ার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়েছেন বলে জানিয়েছেন সাইফুজ্জামান শিখর। এছাড়া তার সঙ্গে এলাকার মানুষের নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।
তার পিতা অ্যাডভোকেট মোহাম্মাদ আসাদুজ্জামান মাগুরা-২ আসনের এমপি হিসেবে ৭৯’র সংসদে বিরোধী দলের নেতা ছিলেন। শিখরের বোন কামরুন্নাহার জলি বর্তমান সংসদে যশোর ও মাগুরা নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা ১০ আসনের এমপি।
গত ৯ মার্চ ওই আসনের নির্বাচিত এমপি প্রফেসর ডা. সিরাজুল আকবর মারা গেলে আসনটি শূন্য হয়। নিয়মানুযায়ী ৯০ দিনের মধ্যে সেখানে নির্বাচন হওয়ার কথা।২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দায়িত্ব নিলে সাইফুজ্জামান শিখর প্রধানমন্ত্রীর এপিএস হিসাবে যোগ দেন। আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদেও তিনি একই পদে আসীন থাকেন।

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি