বৃহস্পতিবার থেকে আবার রাতে যাত্রীবাহী বাস চলবে। বাস মালিকদের দাবির মুখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মালিক ও পরিবহন শ্রমিক নেতারা।
এসময় সরকারের পক্ষ থেকে রাত্রিকালীন চলাচল করা বাসে নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিএনপিসহ ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে দেশব্যাপী রাত্রিকালীন বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এসব নাশকতায় বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হন। তাদের মধ্যে অন্তত ১০জন মারা যান। ফলে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে রাতে বাস চলাচল প্রায় এক মাস বন্ধ রাখে সরকার।
বৃহস্পতিবার বৈঠকের পর পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতউল্লাহ গণমাধ্যমকে জানান, সরকার তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বৃহস্পতিবার রাত থেকে রাত্রিকালীন বাস চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এখন আর রাতে বাস চালাতে কোনও বাধা নেই।
তিনি জানান, এ বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাত্রিকালীন বাস চলাচলে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন। বৈঠকে নৌপরিবহন মন্ত্রী শাহাজান খান ও স্থানীয় সরকার মন্ত্রী মসিউর রহমান রাঙা উপস্থিত ছিলেন।

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি