বাংলাদেশের চলচ্চিত্র জগতে সবচেয়ে সন্মানজনক ‘জাতীয় চলচ্চিত্র পুরষ্কার-২০১৩’ ঘোষণা করেছে সরকার।
মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়। এবছর ২৫টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়েছে।
চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন চিত্রনায়িকা কবরী।
এছাড়া ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রটি সর্ব্বোচ্চ ১৭টি ক্যাটগিরিতে পুরস্কার জিতেছে। শ্রেষ্ঠ চলচ্চিত্র ক্যাটাগরিতে এখানে পুরস্কার পেয়েছেন গাজী রাকায়েত ও ফরিদুর রেজা সাগর। একই ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা হিসেবে মনোনীত হয়েছেন গাজী রাকায়েত।
প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন তিতাস জিয়া (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার পেয়েছেন- মৌসুমী (দেবদাস) ও শর্মিমালা (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ অভিনেতা (খলচরিত্র) মামুনুর রশীদ (মৃত্তিকা মায়া) ও পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন অপর্ণা (মৃত্তিকা মায়া)।
সেরা গায়ক হিসেবে পুরস্কার পেয়েছেন- চন্দন সিনহা (আমি নিঃস্ব হয়ে যাবো), সেরা গীতিকার কবির বকুল (আমি নিঃস্ব হয়ে যাবো), সুরকার কৌশিক হোসেন তাপস (আমি নিঃস্ব হয়ে যাবো) এবং সেরা সঙ্গীত পরিচালক এ কে আজাদ (মৃত্তিকা মায়া)।
এছাড়া শ্রেষ্ঠ গায়িকা হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ