আদালত অনিয়মিত হাজির হয়ে খালেদা জিয়া নিজেই ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার হতে চাইছেন দাবি করে শেখ হাসিনা বলেছেন, এক্ষেত্রে আইন অনুযায়ী পদক্ষেপ নেবে তার সরকার।
জাতীয় সংসদ ভবনে বুধবার বিকালে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘তিনি (খালেদা) নিজের কার্যালয়ে অবস্থান করে নাটুকেপনা করে জনগণ ও কূটনীতিকদের সিমপ্যাথি (সহানুভূতি) নিতে চাচ্ছেন।’
শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। তিনি নাকি আদালতে যাবেন না। তার নাকি নিরাপত্তার অভাব। যিনি মানুষ পুড়িয়ে হত্যা করে তার নাকি নিরাপত্তা দিতে হবে আমাদেরকে। তারপরও দেশে যাতে আইনের শাসন চলে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও আদালতে যাননি। এখন কোর্ট যেভাবে নির্দেশ দেবে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।’
খালেদা জিয়াকে জঙ্গিনেত্রী আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া যেভাবে জঙ্গিবাদী তৎপরতা চালিয়েছেন, তাতে তিনি নিজেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। এ কারণে তিনি কোর্টে যান না। আইন-আদালত মানেন না। বিএনপির বেশ কয়েকজন সাবেক সংসদ সদস্যের সঙ্গে আমার কথা হয়েছে। তারা খালেদা জিয়ার এমন জঙ্গি কর্মকাণ্ড পছন্দ করে না।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তিনি (খালেদা জিয়া) নিজেই চাচ্ছেন, তাকে গ্রেপ্তার করা হোক। বিদেশি সহানুভূতি চাচ্ছেন তিনি, জনরোষ থেকে বাঁচার জন্য নাজিমউদ্দিন রোডকে বেশি নিরাপদ মনে করছেন।’

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি