ঈশ্বরদী স্টেশনের লোকসেড ইয়ার্ডে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।রোববার বিকেল পৌনে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, “দুপুর ২টা ৫০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী স্টেশন থেকে লোকোসেড ইয়ার্ডের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে ইঞ্চিনে আগুন ধরে যায়।”
ইঞ্চিনে আগুন ধরে যাওয়া প্রসঙ্গে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইউনুস আলী বলেন, ‘ককটেল ইঞ্জিনের ওপর পড়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’
ইঞ্জিন পরিবর্তন করে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে বলে জানায় ঈশ্বরদী রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিকে, খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে পাবনার পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শনে করেন।
তিনি জানান, “নাশকতার সঙ্গে কারা জড়িত সেটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।”

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি