ঢাকা: দুই বছরের মধ্যে প্রতি বিভাগে সরাসরি সম্প্রচার কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর দারুস সালামের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত এক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
‘টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা প্রশিক্ষণ (ডিপ্লোমা)’ কোর্স শুরু করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশের প্রতিটি এলাকার শিল্প সংস্কৃতি তুলে ধরার জন্য প্রতিটি বিভাগেই সরাসরি সম্প্রচার কেন্দ্র স্থাপনের প্রাথমিক চুক্তি হয়েছে। আগামী বাজেটের আগে ওই চুক্তি চূড়ান্ত করা হবে। একই সঙ্গে দেড় থেকে দুই বছরের মধ্যে ঢাকা ছাড়া সাতটি বিভাগে আলাদা আলাদা সম্প্রচার কেন্দ্র স্থাপন করা হবে।
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য সচিব মরতুজা আহমদ, বিটিভির সাবেক মহাপরিচালক ও কোর্স পরিচালক ম. হামিদ প্রমুখ।

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি
নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান
প্রিন্স মামুনের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী