ঢাকা: সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা পূর্বের ঘোষণার এক-তৃতীয়াংশ টাকা পরিশোধ করেই অনলাইনে নিবন্ধন করতে পারবেন।৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা ৪৮ হাজার ৩৩১ টাকা দিয়ে নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজের বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।
সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন ফি পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।
সৌদি সরকারের ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনার কারণে এবার কয়েক মাস এগিয়ে গত ৮ ডিসেম্বর হজ ‘প্যাকেজ-২০১৫’ অনুমোদন দেয় মন্ত্রিসভা। সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে খরচ হবে ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। অপরদিকে সাশ্রয়ী প্যাকেজ-২ এর মাধ্যমে খরচ হবে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। তবে দুটি প্যাকেজেই কোরবানির জন্য আলাদা ১০ হাজার ৫০০ টাকা (৫০০ রিয়াল) নিতে হবে।
পরিবর্তিত হজ ব্যবস্থাপনায় ওই সময়ের মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল, সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ১ লাখ ৪৮ হাজার ৩৩১ টাকা জমা দিয়ে নিবন্ধন করার কথা বলা হয়েছিল। নিবন্ধনের সর্বশেষ সময় ছিল ৫ ফেব্রুয়ারি, যেটা এখনও অপরিবর্তিত থাকছে। কিস্তির অবশিষ্ট টাকা জমা দিতে হবে ১০ জুনের মধ্যে।
চাঁদ দেখা সাপেক্ষে এবছরের ২২ সেপ্টেম্বর মঙ্গলবার (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সিগুলোর মাধ্যমে ৯১ হাজার ৭৫৮ জনের হজ পালন করার সুযোগ রয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি
নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান
প্রিন্স মামুনের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ